ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মিশরে জরুরি অবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ০৮:১০ পিএম


loading/img

মিশরে ৩ মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বিজ্ঞাপন

রোববার গির্জায় বোমা হামলায় ৪৫ জন নিহত ও শতাধিক আহতের পর এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

মিশরে জরুরি অবস্থা বলবৎ করার ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। অবশ্য পার্লামেন্টে ফাত্তাহর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

বিজ্ঞাপন

জরুরি অবস্থায় দেশটির কর্তৃপক্ষ বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। পরোয়ানা ছাড়াই সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালাতে পারবে।

জরুরি অবস্থা জারির ঘোষণার আগে গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষার জন্য সারা দেশে সেনা মোতায়েনের আদেশ দেন প্রেসিডেন্ট সিসি।

রোববার দুই গির্জায় হামলার পর জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট সিসি। এরপর প্রেসিডেন্টের ভবনে ভাষণ দেন তিনি।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |