ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ , ০২:৩১ পিএম


loading/img

প্রাথমিক বৃত্তি ২০১৬ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার, আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০।

বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩শ’ টাকা ও সাধারণ কোটায় ২২৫ টাকা করে পাবে।

গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, যত দিন পর্যন্ত মন্ত্রিসভা অনুমোদন না দেয়, তত দিন পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা চলবে। যেহেতু মন্ত্রণালয় ২০১৮ সালের মধ্যে বাস্তবায়নের কথা বলেছে, তাই তারা আশা করছেন ওই সময়ের মধ্যে এটি হবে।

মন্ত্রী বলেন, তারা এটি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তবে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষার কার্যক্রম চলবে বলে নির্দেশনা যেহেতু রয়েছে। তাই যতদিন এ পরীক্ষা চলবে ততদিন বৃত্তি কার্যক্রমও বহাল থাকবে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |