ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নানা-মামার ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১০ এপ্রিল ২০২১ , ০৩:৪৫ পিএম


loading/img
সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে নানা ও মামার ধর্ষণের শিকার হয়েছে ৬ বছরের এক শিশু। প্রায় এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি ওই শিশুর মা তার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। এরপরই তার সঙ্গে কথা বলে এই ধর্ষণের বিষয়ে জানতে পারেন।

বিজ্ঞাপন

ওই শিশুর মা এসআই অঞ্জনা দুরবে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি কাজ থেকে বাড়ি ফেরেন। এসময় তার ৬ বছরের মেয়ে তাকে জানায় যে, সে তার জামা ধুয়েছে। তখন আমি কিছুটা অবাক হই। কারণ আমার মনে হচ্ছিল কয়েকদিন ধরেই আমার মেয়ে স্বাভাবিক আচরণ করছে না।

তিনি বলেন, আমি ওকে ঘরের ভেতর নিয়ে যায়। কি হয়েছে জানতে চাই। কিন্তু ও ভয় পেয়ে বলে, মা, তুমি আমাকে বকবে। তখন আমি বুঝতে পারি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তারপর আমি ওর মন জয় করে ওর থেকে কথা বের করি।

বিজ্ঞাপন

শিশুটি তার মাকে জানায়, সাত থেকে আটদিন আগে তার মামা তাকে এবং তার তিন বছরের ভাইকে সমুচা দেয়ার নাম করে এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই তার নানা উপস্থিত ছিল। সেখানে দুজন মিলে তাকে ধর্ষণ করে। এরপর মুখ বন্ধ রাখতে ২০ রুপি দেয় এবং সমুচা কিনে বাড়ি পৌঁছে দেয়।

অঞ্জনা জানান, ও আমার আপন ভাই না। দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু ওর নানা আমার আপন বাবা। পরে দুজনকে পুলিশের কাস্টডিতে নিয়ে তাদের বিরুদ্ধে পকসো আইন এবং আইপিসি ধারায় মামলা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |