ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কালবৈশাখী বয়ে যেতে পারে বিভিন্ন জেলায়

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ , ০৮:১১ পিএম


loading/img

শনিবার আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, বিকেল সাড়ে ৩টা থেকে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এর গতিবেগ ঘণ্টায় হবে ৬০ থেকে ৮০ কিলোমিটার।

একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরো বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |