ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

আনজাম মাসুদের 'পরিবর্তন' রাতে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৬ এপ্রিল ২০১৭ , ১২:০৭ পিএম


loading/img

দেশের জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক আনজাম মাসুদের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'পরিবর্তন' ১০ নম্বর পর্ব দেখানো হবে আজ (১৬ এপ্রিল রবিবার) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত ৩টি গান, ১টি  নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত বেশকিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। বৈশাখ মাস তাই এবারের পরিবর্তনে ১লা বৈশাখ, বৈশাখ মাস, বৈশাখী মেলাসহ প্রাসঙ্গিক বিষয় প্রাধান্য দেয়া হয়েছে।

জনপ্রিয় দুই কন্ঠশিল্পী  সালমা এবং বিউটি এই প্রথম কোনো টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানে একসঙ্গে গান গাইলেন। পরিবর্তন অনুষ্ঠানের জন্য গাওয়া শ্রোতাপ্রিয় লালন সঙ্গীত করিমানা কাম ছাড়েনা মদনে, এ গানটিতে সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমী।

বিজ্ঞাপন

বৈশাখী মাস, বৈশাখী মেলা ও বৈশাখী আচার-অনুষ্ঠান নিয়ে এ পর্বে গান গেয়েছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী দুই কণ্ঠশিল্পী সুজন আরিফ ও কর্ণিয়া।

এ সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা গেয়েছেন রবিউল ইসলাম জীবনের কথায় আরফিন রুমির সুর ও সঙ্গীত পরিচালনায় একটি গান।
 
বৈশাখী, বৈশাখী মেলা নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |