ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুব দরকার : প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৬ এপ্রিল ২০১৭ , ০১:১৫ পিএম


loading/img

দেশের মানুষের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা যেমন দরকার তেমনি নতুন প্রজন্মের জন্য এটা আরো বেশি দরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের সব অর্জন মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়া। আর স্বাধীনতাবিরোধীদের জন্য বানিয়েছিল মন্ত্রী-উপদেষ্টা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বর্তমান সরকার জনগণকে ওয়াদা দিয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার করবে দেশের মাটিতে। আর সে ওয়াদা অনুযায়ী সরকার তাদের বিচার করছে।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কথা ভেবে সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে এবং সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে, যা বিএনপি কখনো করেনি। যাদের জন্য আমরা দেশ পেয়েছি, তাদের সন্তানরা দেশের মাটিতে সুন্দরভাবে থাকবে- এটাই আমরা চাই।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশের প্রতিটি মানুষকে সামনে নিয়ে এগিয়ে গেছেন। তিনি দেশের কথা ভেবে দেশের উন্নয়নের কথা ভেবে, নিজের জন্য কোনো চিন্তা করেননি। তিনি সবসময় মানুষের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ছিটমহল বিনিময় কোনো দেশ করতে পারেনি, আমরা করতে পেরেছি, এ আওয়ামী লীগ সরকার করতে পেরেছে। আর এজন্য বঙ্গবন্ধুর অবদান ছিল অনেক।

তিনি আরো বলেন, বহুদিন আগে ছোট পরিসরে মুক্তিযুদ্ধ যাদুঘর যাত্রা শুরু করেছিল। এখন এটি আস্তে আস্তে বড় হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য এগুলোকে ধরে রাখতে হবে নতুন প্রজন্মের জন্য, যেন তারা ইতিহাস ভুলে না যায়।

বিজ্ঞাপন

ধনী মুক্তিযোদ্ধাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের অনেক বড় বড় ব্যবসা-বাণিজ্য আছে, তারা যেন যাদুঘরের উন্নয়ন আর পরিচর্যা করেন সেজন্য তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |