রাজধানীর মিরপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তার নাম সোহেল। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
রোববার মধ্যরাতে মিরপুরের ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
মহানগরের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ওই এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং পুলিশও পাল্টা গুলি ছোঁড়লে সোহেল আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও হিরণ নামে একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরা দুজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। কিছুদিন আগে ওই এলাকায় পিকু জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি রিভলবার ও কয়েকটি গুলি উদ্ধার করেছে।
আর/সি