ঢাকাSunday, 13 July 2025, 29 Ashaŗh 1432

ফিরছেন মুস্তাফিজ, তবে সাকিব...

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ , ১২:২৯ পিএম


loading/img

আইপিএলের দশম আসরে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে ফিরছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান!

বিজ্ঞাপন

গেলো ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন মুস্তাফিজ। ঠিক পরের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার সুযোগও পেয়ে যান। অসুস্থ্য ময়েজেস হেনরিকসের পরিবর্তে এ সুযোগ হয় তার। তবে ওই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ভক্ত-দলকে হতাশ করে ২.৪ ওভারে দেন ৩৪ রান।

অনুমিতভাবেই পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে জায়গা হারান বোলিং বিস্ময়। তবে রাতের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশে ফিরছেন মুস্তাফিজ!

বিজ্ঞাপন

ম্যাচ বিশ্লেষকরা বলছেন, বেন কাটিংয়ের জায়গায় ফিরবেন মুস্তাফিজুর রহমান। চলতি আসরে ভালোই খেলছেন অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডার। তবে তা দলের জন্য খুব একটা সাপোর্টিভ না। এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আগের আসরে পারফরম্যান্স এগিয়ে রাখছে কাটার মাস্টারকে। দলটির বিপক্ষে মোট ৬.৯৬ গড়ে ৭ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। সেরা ৯ রানে ২ উইকেট। এখন দেখার পালা পেস বিস্ময় মাঠে নামছেন নাকি এদিনও দর্শকের ভূমিকায় থাকছেন?

এদিকে, শ্রীলঙ্কায় সফল মিশন শেষে দেশে না ফিরে সরাসরি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন সাকিব আল হাসান। এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। তবে কোনো ম্যাচেই খেলার সৌভাগ্য হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের।

দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৪টায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচে সাকিব সুযোগ পাবেন কি না তা নিশ্চিত নয়। কারণ, আগের ম্যাচে জয় পাওয়া কেকেআর উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা খুবই কম। তাই সাকিবের দলে ফেরার সম্ভাবনাও ক্ষীণ।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |