টাঙ্গাইলের নারগপুর উপজেলায় নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ভাসুরকে খুনের অভিযোগ ওঠেছে এক নারীর বিরুদ্ধে।
নিহতের নাম মিজানুর রহমান (৩৮)। তিনি উপজেলার ভাদরা ইউনিয়নের গাংচিহালি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, স্বামী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে বাইরে থাকায় নিজেদের ঘরে একাই ঘুমাচ্ছিলেন তার স্ত্রী। ভোরে মিজানুর ওই ঘরে ঢুকে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী ঘরে থাকা সাবল দিয়ে মিজানুরকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।
এসএস