ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নিয়মনীতি তোয়াক্কা না করে নবাবগঞ্জে অবৈধ ইটভাটা

অমিতাভ অপু, কেরানীগঞ্জ

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ , ০৩:৪৯ পিএম


loading/img

আইনের অমান্য করে ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। কৃষি জমির মাটি যেমনি ব্যবহার করছে তেমনি কয়লার পরিবর্তে লাকড়ি দিয়ে পুড়ানো হচ্ছে ইট। ভাটার কালো ধোঁয়ায় মারাত্মক হুমকির মুখে জনস্বাস্থ্য। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই অবৈধ কাজটি করে যাচ্ছে প্রভাবশালী মহল। 

বিজ্ঞাপন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন ও সাহেবগঞ্জ ইউনিয়ন, কৈলাইল এবং চালনাই এলাকার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে, অবৈধ ইটাভাটা। কৃষি জমির মাটি কেটে ব্যবহার করা হচ্ছে, ইট তৈরিতে। জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ব্যবহার হচ্ছে গাছ। ইটভাটার কালো ধোঁয়ায় মাটির উর্বরতা নষ্ট হয়ে ব্যাহত হচ্ছে শস্য উৎপাদন। দূষিত হচ্ছে পরিবেশ। 

নবাবগঞ্জের বেশিরভাগ ইটভাটার নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কাগজপত্রের তোয়াক্কা না করেই কাজ করছে কয়েকজন মালিক। ইটভাটায় কাজ করা শ্রমিকদের নেই কোন নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের। 

বিজ্ঞাপন

এদিকে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন দাবি করেছে, সরকারি নীতিমালা অমান্য করে যারা অবৈধভাবে ইটভাটা চালাচ্ছিল এরকম পাঁচটি ভাটা বন্ধ করে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। 

যথাযথ স্থানে পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইটভাটা তৈরিতে প্রশাসন ব্যবস্থা নিবে, এমনটাই দাবি এলাকাবাসীর।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |