ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হাইতির রাষ্ট্রপতি হ'ত্যায় পুলিশের গু'লিতে ৪ সন্দেহভাজন নি'হত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ১১:১২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট নিজ বাসভবনে খুনের ঘটনায় সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছ।আরো দুইজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে এখনো আততায়ীদের সঙ্গে পুলিশের লড়াই চলছে। পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, আততায়ীরা ঘটনাস্থল ত্যাগ করার পথে তাদের বাধা দেওয়া হয়। তখন থেকে লড়াই চলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এরআগে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা বুধবার ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট–অ–প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়। এ সময় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মইসি নিহত হন। আহত হন তার স্ত্রী।

এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় চারজন নিহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির পুলিশ প্রধান লিওন চার্লেস বলেন, ‘হত্যাকারীরা হয়তো নিহত হবে, না হয় তাদের গ্রেপ্তার করা হবে’।

তিনি বলেন, হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ও দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন জোভেনেল মইসি। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সময় সরকার বিরোধী আন্দোলনও হয়েছ অনেকবার।

বিজ্ঞাপন

এমএন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |