তালেবানের আক্রমণের মুখে আফগানিস্তানের রাজধানী কাবুলের সরকারি প্যালেস থেকে পালিয়ে গেছেন দেশটির সরকার আশরাফ গনি। তার পালিয়ে যাওয়ার পরই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের টুইটার হ্যাক করে গনির বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনার পর আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের প্রেস সেক্রেটারি আব্দুল্লাহ হক আজাদ এক টুইট বার্তায় বলেন, আমি আমার টুইটার থেকে নিয়ন্ত্রণ হারিয়েছি। কোনোভাবেই টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না। এটি হ্যাক হয়েছে।
এরপর হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্টি উদ্ধার করা পর গনিকে কটাক্ষ করার টুইটটি মুছে ফেলা হয়।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়া টুডে
জেএইচ
বিজ্ঞাপন