ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীসহ ২ ব্যক্তির মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, খুলনা

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৫:০২ পিএম


loading/img

খুলনায় রাজিয়া সুলতানা দীপা নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী ও এক আত্মীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।   

বিজ্ঞাপন

বৃহস্পতিবার খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সুলতানার স্বামী মো.লিটু মোল্লা (৩০) ও তার ভগ্নীপতি মজিদ হাওলাদার। মজিদ পলাতক। তবে রায় ঘোষণার সময় আদালতে লিটু উপস্থিত ছিলেন।   

বিজ্ঞাপন

মামলার নথিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় লিটু ও মজিদের সঙ্গে গোপালগঞ্জে শ্বশুর বাড়িতে ফিরছিলেন দীপা (১৯)। পথে তারা দীপাকে  হত্যা করেন। পরদিন তার মরদেহ জাবুসার বিল থেকে উদ্ধার করা হয়।

২৫ ফেব্রুয়ারি তার বাবা হারুন অর রশিদ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়ের মরদেহ শনাক্ত করেন। পরে রূপসা থানার ওসি মো.আজমল হোসেন বাদী হয়ে লিটু ও মজিদের বিরুদ্ধে হত্যা মামলা  করেন।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |