ভারতের বিলাসপুরের অমরপুর গ্রামের এক বৃদ্ধ মহিলা ও তার মেয়ের অভিযোগ, তাদের বাড়ি থেকে শৌচাগার 'চুরি' হয়েছে।
গেলো সপ্তাহে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৭০ বছরের বেলাবাঈ পটেল ও তার ৪৫ বছরের মেয়ে চন্দা।
তারা দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের আওতায় তারা দু’টি শৌচাগার নির্মাণের জন্য ২০১৫ সালে গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলেন।
বেলাবাঈ ও তার মেয়ে 'দারিদ্র্যসীমার নিচে' (বিপিএল) তালিকাভুক্ত। দু'জনের স্বামীই মারা গেছেন। একই বাড়ির দু'দিকে থাকেন তারা। সবদিক বিচার করে তাদের আবেদন অনুমোদনের জন্য পাঠানো হয় পেন্দ্রার জনপঞ্চায়েতে।
কিন্তু এক বছর পার হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় জনপঞ্চায়েত দপ্তরে পৌঁছান বেলাবাঈ ও তার মেয়ে।
বেলাবেঈ’র দাবি, সেখানে গিয়ে তারা জানতে পারেন, সরকারি খাতায় দেখানো হয়েছে, তাদের শৌচাগার নির্মাণ হয়ে গেছে। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন দু'জন।
তিনি বলেন, 'চুরি' হওয়া শৌচাগার উদ্ধার করতে হবে পুলিশকে।
পাশাপাশি, 'চোরদের' শাস্তির দাবি তুলেছেন তিনি।
স্থানীয় এক আরটিআই কর্মীর মতে, এই গ্রামের বেশির ভাগ শৌচালয়ই এই ভাবে কাগজে কলমে তৈরি হয়ে গিয়েছে।
স্থানীয় পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কেএস ধ্রুব জানান, এই অভিযোগ তার কানেও এসেছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওয়াই/জেএইচ