ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চিকনগুনিয়ায় আতংকিত না হয়ে সচেতন হতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ১০:৪৬ এএম


loading/img

চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে আতংক না ছড়িয়ে গণসচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ে চিকনগুনিয়া রোগ বিস্তার রোধে করণীয় সংক্রান্ত  সভায় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাগের কোনো আশংকা নাই। সরকার এক্ষেত্রে বরাবরের মতোই প্রস্তুত।

বিজ্ঞাপন

রাস্তাঘাট ও বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে আরো তৎপর হওয়ার অনুরোধ জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে উদ্ধুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা বেশি। সবাইকে মনে রাখতে হবে, মশা নিধনই এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকনগুনিয়া মরণঘাতী কোনো রোগ নয়। এ নিয়ে অহেতুক ভীত বা আতংকিত না হয়ে সচেতন থাকার জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ করেন।

বিজ্ঞাপন

 এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |