ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

প্রশ্নপত্র ফাঁস, অগ্রণী ব্যাংকের পরীক্ষা স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ০৪:০৪ পিএম


loading/img

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের শুক্রবার বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানালেন ঢাবির ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগের চেয়ারম্যান আবু তালেব।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের কারণে বিকেলের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সকালের অনুষ্ঠিত পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার সকাল ১০টায় নিযোগ পরীক্ষার সকালের অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষ হয় বেলা ১১টায়। বেলা ৩টা থেকে দ্বিতীয় ভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত থেকেই অগ্রণী ব্যাংকের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। শুক্রবার সকাল ভাগের পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানান পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার রাত থেকে হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন। অনেক জায়গায় শুধু উত্তরও দেখা গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে এই প্রশ্নপত্র ও উত্তর বিনিময় করেন।

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে হয়। কমিটি জানিয়েছে, নিয়োগ পরীক্ষার বিষয়ে তারা অফিসিয়াল দায়িত্ব পালন করে থাকে। পরীক্ষা নেয়ার জন্য দরপত্র দেয়। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার দরপত্র পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

বিজ্ঞাপন

এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। গেলো ২১ এপ্রিল ওই পরীক্ষা  হয়।

বিজ্ঞাপন

এইচটি/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |