ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শরণার্থীদের রাস্তা দেখিয়ে দিচ্ছে সেনারা, উত্তাল পোল্যান্ড-বেলারুশ সীমান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ১২:৫৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ইরাক থেকে আসা শরণার্থীদের বেআইনিভাবে পোল্যান্ডে ঢোকার সহযোগিতার অভিযোগ উঠেছে বেলারুশ সেনাদের বিরুদ্ধে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। 
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্রায় ৩ হাজার শরণার্থী বেলারুশের সীমান্ত দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে বেলারুশের সেনা। শরণার্থীদের অনেকেই কাঁটাতারের বেড়া কেটে ঢোকার চেষ্টা করছেন। এ ছাড়া সীমান্ত দিয়ে ঢুকতে বাধা দেওয়ায় বিক্ষোভ করেছেন শরণার্থীরা। এ সময় তাদের সঙ্গে পোল্যান্ডের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর ইতোমধ্যে পোল্যান্ড সরকার ১২ হাজার সেনা মোতায়েন করেছেন।
সম্প্রতি পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সরকার জানিয়েছে, বেলারুশ থেকে কয়েক মাসে তাদের দেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যাপকভাবে বেড়ে গেছে। অনুপ্রবেশকারীদের অনেকেই এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত।
পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের রাষ্ট্রপ্রধান লুকাশেঙ্কোর ওপর চাপ সৃষ্টি করছে। বেলারুশের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারই বদলা নেওয়ার চেষ্টা করছে বেলারুশ। শরণার্থী ঢুকিয়ে তারা পাল্টা ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ তৈরি করছে। সূত্র: বিবিসি, ডয়সেভেলে

বিজ্ঞাপন

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |