ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরর শ্রীনগরে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় নিহত হয়েছেন দুইজন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার শ্রীনগরের পান্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে আহত হন ১৪ জন পুলিশ সদস্য। তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।
এর আগে সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এর কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলার মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের প্রাণহানির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এনএইচ/টিআই