ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মঞ্চেই কুস্তিগিরকে চড় মারলেন ফেডারেশন প্রধান, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ , ০১:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভরা মঞ্চে কুস্তিগিরকে চড় মারলেন ভারতের জাতীয় কুস্তি ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরন সিং। শুক্রবারের এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। সেই মুহূর্তের দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

রাঁচির শহিদ গণপত রাই ইন্দোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে অনূর্ধ্ব-১৫ কুস্তি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে ভিনরাজ্যের অনেক কুস্তিগির। তেমনই উত্তরপ্রদেশের এক কুস্তিগিরও হাজির হয়েছিল স্টেডিয়ামে। কিন্তু অভিযোগ, বয়স কমিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে সে। তার বয়স ১৫ বছরের বেশি। তাই বয়স সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখার পর তাকে খেলতে বাধা দেওয়া হয়। এর বিরুদ্ধে আবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কুস্তিগির। আর তারপরই গতকাল মঞ্চে উঠে ব্রিজভূষণ সিংয়ের সঙ্গে বচসায় জড়ায় সে।

কুস্তিগিরের দাবি, প্রতিযোগিতায় তাকে খেলতে দিতেই হবে। কিন্তু ফেডারেশন প্রধান সাফ জানিয়ে দেন, বয়স কমিয়ে খেলা নিয়মবিরুদ্ধ। বরং এতে শাস্তির মুখে পড়তে হবে কুস্তিগিরকে। কিন্তু তার কোনো কথায় আমল দেয় না যোগীর রাজ্যের ওই কুস্তিগির। উলটে জুড়ে দেয় তর্ক। বারবার তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন ব্রিজভূষণ। কিন্তু রিংয়ে নামার জেদ করতে থাকে কুস্তিগির। এই পরিস্থিতিতেই শেষমেশ মেজাজ হারিয়ে তাকে কষিয়ে থাপ্পড় মারেন ফেডারেশন প্রধান। প্রকাশ্যে কুস্তিগিরের ওপর হাত তোলায় তাকে সঙ্গে সঙ্গে আটকান ঝাড়খণ্ড কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ভোলানাথ সিং এবং অন্যান্যরা। সেই সঙ্গে অভিযুক্ত কুস্তিগিরকে মঞ্চ থেকে নামানো হয়।

বিজ্ঞাপন

ততক্ষণে অবশ্য ক্যামেরাবন্দি হয়ে যায় গোটা দৃশ্য। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার চড় মারার জন্য ব্রিজভূষণের ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। তবে তিনি সাফ জানিয়ে দেন, কুস্তির মঞ্চে কোনোপ্রকার অনিয়ম ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। খেলার ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ করা হবে। সূত্র: সংবাদ প্রতিদিন।

 

#यूपी के #भाजपा सांसद ब्रजभूषण शरण सिंह ने रांची में नौजवान कुश्ती खिलाड़ी को मंच पर ही थप्पड़़ों मारे ||
वीडियो वायरल pic.twitter.com/XLAKgP4MHZ

— Sumit Kumar (@skphotography68) December 18, 2021

এসএস/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |