ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মাঝ আকাশে মাস্ক খুললেন যাত্রী, বাধ্য হয়ে ফিরে এল বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ জানুয়ারি ২০২২ , ০৯:৩৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে হঠাৎ করে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সতর্ক করা হয়েছে। অনেক দেশ বিমানে চলাচলে স্বাস্থ্যবিধির ওপর কড়াকড়ি আরোপ করেছে। তারপরেও অনেক যাত্রী এসব নির্দেশনা মানতে নারাজ। এতে ভোগান্তিতে পড়তে হয় অন্যদের। এমনই একটি ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মিয়ামি থেকে লন্ডনগামী একটি বিমান ১২৯ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী মাস্ক খুলে ফেলেন। বিমানকর্মীরা চেষ্টা করেও তাকে মাস্ক পরাতে পারেননি। এরপর বাধ্য হয়ে মাঝ আকাশ থেকে আবার মায়ামিতে ফিরে আসে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই বিমানের বাকি যাত্রীরা।

আমেরিকান এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল এক বিবৃতিতে জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে। 

বিজ্ঞাপন

ওই যাত্রীর সামনের আসনে বসা স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন ওই নারী। বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করছিলেন তিনি। একাধিক মাস্ক দেওয়ার পরও তিনি তা পরতে রাজি হননি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক। এ ব্যাপারে কোনো ছাড় দেয় না কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

আরএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |