আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তিতে ভুগছে বিএনপি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিআরটিএর মোবাইলকোর্ট পরিচালনা কাজ দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
কাদেরে বলেন, বিএনপির নীতি নির্ধারকরা এক এক সময় এক এক ধরনের কথা বলেন। তারা একবার বলে শেখ হাসিনার অধীনে ভোটে যাবে না। আবার বলে একতরফা নির্বাচনও করতে দেবে না। তারা আসলে কী চায় নিজেরাই জানে না।
ওবায়দুল কাদের বলেন, দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে না। আগের অবস্থান থেকে সরে এখন সহায়ক সরকার চায়। তবে তাদের এ দাবিও বেশি দিন থাকবে না। কারণ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।
তিনি বলেন, বিএনপির মধ্যে আসছে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি স্পষ্ট। অথচ তারা বলে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। আওয়ামী লীগও চায় না ফাঁকা মাঠে গোল দিতে। আমরা আশা করি বিএনপি যত কথাই বলুক আসছে নির্বাচনে অংশ নেবে।
আসছে নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বিএনপির দাবির সমালোচনা করে সড়কমন্ত্রী বলেন, ভোটের সঙ্গে মামলার সম্পর্ক নেই। জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। আর অপরাধ করলে আইনের আওতায় আনা হবে। দুটো ভিন্ন বিষয়।
ঈদে সাধারণ মানুষের ঘরে ফেরা স্বাভাবিক রাখার বিষয়ে তিনি বলেন, মহাসড়কের প্রবেশপথগুলো দখলমুক্ত রাখা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ৫ পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা বসানো হবে।
এইচটি/সি