সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন মাধায় নগর পশ্চিমপাড়া গ্রামের তোফাজ্জলের স্ত্রী সোনাভান (৩৫) ও ছেলে সোহাগ (৪)।
শনিবার রাতে তাড়াশ উপজেলার মাধায়নগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, শনিবার রাতের খাবারের পর তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সজিব রায় জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এসএস