যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় দেশটির পাশে থাকবে বাংলাদেশ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আফগান রাষ্টদূত আবদুল রহিম ওরাজ বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, আফগানিস্তানের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যহত থাকবে। অতীত থেকে ঢাকার সঙ্গে কাবুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সেটি আরো গভীর হবে।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বর্তমানে মুসলিম বিশ্বের সবচে’ বড় সমস্যা। এর বিরুদ্ধে সবাইকে এক যোগে কাজ করতে হবে। এরই মধ্যে বিভিন্ন সমস্যা দূর করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, সব ধরণের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরূদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের দেশ কখনও উগ্রবাদ ও জঙ্গিবাদকে সকমর্থন করে না।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। বর্তমান সরকার তার স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। যে কারণে আমরা গ্রামীণ জনগণের উন্নয়নে গুরুত্ব দিচ্ছি।
ঢাকায় থাকার সময় প্রধনমন্ত্রীর সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আফগান বিদায়ী রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ আমার সেকেন্ড হোম এবং এখান থেকে আমি অনেক ভালবাসার স্মৃতি নিয়ে ফিরছি।
এছাড়াও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়নের প্রশংসা করেন রহিম ওরাজ। তিনি বলেন, জনগণ আপনার নেতৃত্ব চায়। আপনি অনেক সমস্যার সমাধান করেছেন, যা উন্নয়নশীল দেশসমূহের মুখোমুখি হতে হয়।
এইচটি/ এমকে