রাশিয়ার সামরিক অভিযান ঘোষণার পর দেশ ছেড়ে পালিয়েছেন ১৫ লাখ ইউক্রেনীয়। নিজেদের রক্ষা করতে যে যেভাবে পেরেছেন, পাশের দেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ১১ বছরের এক বালক একাই এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পাশের দেশ স্লোভাকিয়ায় গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের বিদ্যুৎকেন্দ্র দখল নেওয়ার পর শহরটি আতঙ্কপুরীতে পরিণত হয়। তখন প্রাণের ভয়ে ওই বালক পালাতে থাকে। তার সঙ্গে তার মা-বাবা কেউ ছিল না, কারণ অসুস্থ আত্মীয়ের যত্ন নেওয়ার জন্য তাদের ইউক্রেনে থেকে যেতে হয়েছে। ছেলেটির মা তাকে তার আত্মীয়দের খোঁজার জন্য স্লোভাকিয়াগামী একটি ট্রেনে উঠিয়ে দিয়েছিলেন। বালকটি যখন স্লোভাকিয়ার সীমান্তরক্ষীরা পৌঁছায় তখন তার কাছে একটি প্লাসিটের ব্যাগ, পাসপোর্ট, চিরকুট এবং হাতে লেখা একটি টেলিফোন নম্বর ছিল।
স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বালকটির কাছে থাকা ফোন নম্বর ও চিরকুট থেকে তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় থাকে। তাদের কাছে ছেলেটিকে হস্তান্তর করা হয়েছে। সূত্র : এনডিটিভি