২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কেউ খুশি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই বাজেট হওয়া উচিৎ ছিল নির্বাচনী বাজেট। কিন্তু তা না করে এমন করের বোঝা চাপিয়ে দিল সরকার, মানুষের জানপ্রাণ অস্থির হয়ে গেছে। কেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি। এই বাজেটে কেউ খুশি নয়। কৃষক খুশি নয়, চাকরিজীবী খুশি নয়, ব্যবসায়ী খুশি নয়, রিকশাওয়ালা খুশি নয়, ঠেলাগাড়িওয়ালা খুশি নয়। কেউ খুশি নয়।
এরশাদ আরো বলেন, রংপুরের ছয়টি আসনসহ সারাদেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করেছি। এরমধ্যে ১০০ আসনে আমরা জয়ী হবো। জয়ী হওয়ার মতো আমাদের আরো ৩০ আসন আছে।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এবার ৬টি আসনেই আমরা প্রার্থী দেবো। রংপুর ছাড়াও রংপুর অঞ্চলের ২২টি আসনেই আমরা প্রার্থী দেবো এবং জয়ী হবো।
সোমবার সকালে বিমানে সৈয়দপুর যান এরশাদ। সেখান থেকে রংপুরের বাড়িতে যান। এসময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা জাপা সভাপতিস মোফাজ্জল হোসেন মাস্টার মহানগর সভাপতি মোস্তফা সাধারণ সম্পাদক ইয়াসিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
/সি