ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ভ্যাট ৩ শতাংশ কমানোর দাবি আইবিএফবি’র

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৪ জুন ২০১৭ , ০৮:১২ পিএম


loading/img

বিড়ি, সিগারেট, বিমা ও মোবাইল কোম্পানির ভ্যাট  বাড়িয়ে

বিজ্ঞাপন

নতুন ভ্যাট আইনে শুল্ক ১৫ শতাংশ থেকে ১২ শতাংশ করার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান খান।

বিজ্ঞাপন

হাফিজুর রহমান খান বলেন,  দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কায় গড় ভ্যাটের পরিমাণ ১৩ দশমিক ৫ শতাংশ। এশিয়ার নিম্ন আয়ের দেশগুলোতেও গড় ভ্যাটের হার ১১ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে বিশ্বের ১৯০ টি দেশের গড় ভ্যাটের হারও ১৩ দশমিক ৮ শতাংশ।

তিনি আরো বলেন, ব্যাংক আমানতের আবগারি শুল্ক প্রত্যাহার, বিড়ি-সিগারেটের উপর কর বৃদ্ধি, সোলার প্যানেল থেকে শুল্কহার প্রত্যাহার, মোটরসাইকেল শিল্পকে ২০১৯ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি এবং ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা বাড়াতে হবে।

হাফিজুর বলেন, ২০১৪-১৫ সালে ভারত, ভিয়েতনাম ও উগান্ডা যেখানে যথাক্রমে ৯২ দশমিক ৭ শতাংশ, ১০০ শতাংশ ও ৮৯ দশমিক ৩ শতাংশ বাজেট বাস্তবায়ন করেছিল বাংলাদেশ সেখানে বাস্তবায়ন করেছে ৮১ দশমিক ১ শতাংশ।  ২০১৫-১৬ অর্থবছরে ভারত ও ভিয়েতনাম ১০০ শতাংশ এবং উগান্ডা ৯০ দশমিক ৩ শতাংশ বাজেট বাস্তবায়ন করলেও বাংলাদেশ বাস্তবায়ন করেছে মাত্র ৭৯ দশমিক ৪ শতাংশ। যা আমাদের বাজেট বাস্তবায়নে অক্ষমতাকেই প্রকাশ করে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |