ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বদলে যাচ্ছে মৌলভীবাজার শহরের চিত্র (ভিডিও)

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার

শনিবার, ১৭ জুন ২০১৭ , ০১:৩০ পিএম


loading/img

পরিচ্ছন্ন ও পর্যটন শহর গড়ার লক্ষ্যে ক্রমেই বদলে যাচ্ছে মৌলভীবাজারের চিত্র। পৌর মেয়রের উদ্যোগে যানজট আর ফুটপাত দখলমুক্ত আধুনিক ও মডেল পৌরসভায় পরিণত হচ্ছে মৌলভীবাজার। পাশাপাশি কমছে জনদুর্ভোগ। 

বিজ্ঞাপন

পাহাড়, টিলা ও সমতল ভূমির সমন্বয়ে মনু নদীর তীর ঘেঁষে ১৮৮৭ সালে গড়ে ওঠে মৌলভীবাজার পৌরসভা। প্রাকৃতিক সৌন্দর্যের কমতি না থাকলেও, কার্যকরী উদ্যোগের অভাবে প্রথম শ্রেণির এ পৌরসভাটি দীর্ঘদিন ধরে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। এরপর ২০১৫ সালে বর্তমান মেয়র নির্বাচিত হবার পর বদলে যেতে থাকে পৌরসভার চিত্র। 

পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে শহরটিতে। আর অল্প সময়ের মধ্যে উন্নয়নের ছোঁয়া পেয়ে খুশি স্থানীয়রাও। 

বিজ্ঞাপন

মৌলভীবাজারের মেয়র ফজলুর রহমান জানান, আসছে সাড়ে তিন বছরের মধ্যে মৌলভীবাজারকে একটি মডেল পৌরসভায় পরিণত করতে কাজ করে যাচ্ছেন তিনি।  

অন্যদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এলাকার উন্নয়নের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মেয়রকে সাধুবাদ জানান। 

খুব শিগগিরই এ শহরটি দেশের একটি উল্লেখযোগ্য পরিচ্ছন্ন ও আকর্ষণীয় শহরে পরিণত হবে এমনটাই আশা মৌলভীবাজারবাসীর।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরকে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |