এ হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগের চরিত্র পরিষ্কার হয়েছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। গণতন্ত্র নিয়ে তারা সারাদিন রাজধানীর মাঠে যে ফাঁকা বুলি ছোঁড়েন তা নাটক ছাড়া কিছুই না। বর্তমান আওয়ামী লীগ মুখে বলে এক আর করে আরেক। তাদের কোনো চরিত্র নেই। বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আহত হবার পর শহরে ফিরে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আর এ হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আমাদের গাড়িবহরে যে হামলা চালানো হয়েছে এটাকে গণতন্ত্র, মুক্তচিন্তা ও জাতীয়তাবাদী শক্তির ওপর আঘাত করেছে। রাজনৈতিক কোনো কাজে আমরা রাঙ্গুনিয়ায় যাইনি। সম্প্রতি পাহাড় ধসে ক্ষয়ক্ষতি ও দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনেই সেখানে যাচ্ছিলাম। আমাদের ওপর পর্যায়ক্রমে যে আক্রমণ করা হয়েছে তা ভয়াভয় একটি ঘটনা। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরকম হামলা হবে আমরা কোনোদিন চিন্তাও করিনি।
আমাদের ওপরে যে আক্রমণ হয়েছে তা বড়ই দুঃখজনক। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। খুব তাড়াতাড়ি এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হবো।
আজ সকালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৬ জন আহত হন।
পরে সকালে সাড়ে ১০টার দিকে বিএনপি মহাসচিবের গাড়িবহর রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছার পর এ হামলা চালানো হয়েছে বলে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান।
আর/সি