ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দু’দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি, নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

সোমবার, ১৯ জুন ২০১৭ , ১২:৪৩ পিএম


loading/img

যশোরে দু‘দল মাদক বিক্রেতার মধ্যে ‘গোলাগুলির’ ঘটনায় সাব্বির নামে একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার মধ্যরাতে আয়াপুরে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির বাঘারপাড়ার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বাঘারপাড়া থানার এসআই নিয়ামুল জানান, তিনি ফোর্সসহ রাতে হাইওয়ে ডিউটিতে ছিলেন। এ সময় যশোর-নড়াইল সড়কের আয়াপুরে জনৈক নজরুল ইসলামের বাড়ির কাছে দু’দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি হচ্ছিল বলে জানতে পারেন। পরে পুলিশ সেখানে পৌঁছলে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। সেসময় ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।  

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে বলে জানান এসআই নিয়ামুল।

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |