ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ঈদে রাফসানের 'ও পরাণ'

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৪ জুন ২০১৭ , ১০:৫৪ এএম


loading/img

সঙ্গীতশিল্পী রাফসান আহমেদের নতুন গান 'ও পরান" ঈদে আসছে ঈগল মিউজিকের ব্যানারে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহমিদ তানভীর। 

বিজ্ঞাপন

লিখেছেন ও সুর করেছেন রাফসান-তাহমিদ দু'জনেই। সঙ্গীত আয়োজন করেছেন লন্ডন প্রবাসী ডিজলা ডি। এর আগে এ দুই সঙ্গীতশিল্পীর মায়া, আর্তনাদ, ওরে প্রিয়া, আড়ালে, কাজল গানগুলো প্রশংসিত হয়েছে। 

এরই মধ্যে রাফসান জুয়েল মোর্শেদ, বিবেক, তানজিব সারোয়ার, পূজা ও ডিজে রাহাতের সঙ্গে কাজ করেছেন। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, এখন শ্রাবণ সাব্বিরের লেখা 'দোতারা' গান করছি। গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী পূজা। 

বিজ্ঞাপন

'ও পরাণ' গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ। শিল্পীর প্রত্যাশা ভিডিওটি সবার ভালো লাগবে।

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |