ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় দৈনিক আমাদের সময়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেলো আরটিভি।
বিজ্ঞাপন
রোববার শহীদ ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে খেলাটি হয়।
দলের পক্ষে একমাত্র গোলটি করেন আরটিভির বার্তা সম্পাদক রাজীব খান। ম্যান অব দ্য ম্যাচও হন তিনি।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে চ্যাম্পিয়নরা ট্রফি ছাড়াও ৪০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফিসহ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে।
প্রতিযোগিতায় ৩৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন নিউজপোর্টাল এবং স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণ করছে।
ডিএইচ/