ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকারের ষড়যন্ত্র বানচাল হয়ে গেলো : মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ০১:৩৯ পিএম


loading/img

বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণের অপচেষ্টায় মেতে উঠেছিল সরকার। এজন্য সরকার যে হস্তক্ষেপ করতে চেয়েছিল তা এই রায়ের মধ্য দিয়ে বানচাল হয়ে গেছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিজ্ঞাপন

সোমবার সকালে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এই রায়কে স্বাগত জানিয়ে মওদুদ আহমদ বলেন, দেশে বিচার বিভাগের ওপর সরকার যে ক্ষমতা দেখাতে চেয়েছিল তা পারেনি। এ রায়ের মধ্যে দিয়ে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী ছিল সরকারের একটি বড় ষড়যন্ত্র।

বিজ্ঞাপন

আশা করি, দলমত নির্বিশেষে সারাদেশের মানুষ ও আইনজীবী মহল এ রায়কে স্বাগত জানাবে। এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের প্রতি মানুষের ভরসার জায়গা অটুট, আদালতের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রইলো বলেও জানান মওদুদ আহমদ।

গেলো বছরের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন

 

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |