ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আমেরিকায় পুলিশের গুলিতে অস্ট্রেলীয় নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৭ জুলাই ২০১৭ , ০৮:১৮ পিএম


loading/img

আমেরিকার মিনিয়াপোলিসে জাস্টিন ডামোন্ড নামের এক অস্ট্রেলীয় নারীকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। ৯১১ এ সম্ভাব্য হামলার বিষয়ে ফোন এলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

 অস্ট্রেলিয়ার ৪০ বছরের  ওই নারী মিনিয়াপোলিসে তার বাগদত্তার সঙ্গে থাকছিলেন। শনিবার একটি ঘটনার প্রেক্ষিতে ওই মহিলা নিজেই জরুরি-সেবা ৯১১ এ ফোন করে পুলিশ ডাকেন। কিন্তু  ঘটনাক্রমে পুলিশ তাকেই গুলি করে।

পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করা হবে। জানা গেছে গুলি করার সময়ে পুলিশের বডিক্যাম চালু ছিল না।

বিজ্ঞাপন

বিতর্কিত হত্যাকাণ্ডের জন্য গেলো বছর পুলিশ বডিক্যাম ব্যবস্থা চালু করে।

জাস্টিন ডামোন্ড একজন যোগব্যায়াম শিক্ষক হিসেবে মিনিয়াপোলিসে কাজ করছিলেন।

গেলো মাসে মিনিয়াপোলিসের স্থানীয় বাসিন্দা ডন হামোন্ডের সঙ্গে বাগদান সম্পন্ন হয় তার। আসছে মাসে দু’জনের বিয়ে করার কথা ছিল।

বিজ্ঞাপন

জাস্টিন ডামোন্ডের ২২ বছরের সৎ ছেলে জ্যাখ ডামন্ড স্থানীয় এক প্রতিবাদ সভায় বলেন, আমার মা মারা গেছে পুলিশের গুলিতে, তবে কি কারণে পুলিশ গুলি করেছে তা আমি জানি না। আমি এর উত্তর চাই।

বিজ্ঞাপন

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |