সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা পদ্ধতি প্রতিস্থাপনে রিপাবলিকানদের চেষ্টা ব্যর্থ হয়েছে। দু’রিপাবলিকান সিনেটর বলেন, তারা তাদের দলের প্রস্তাবিত বিকল্পের বর্তমান ফরম্যাটের বিরোধিতা করছেন।
রিপাবলিকান দল এ স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিভক্ত ছিল। দলটির মধ্যপন্থীদের আশঙ্কা, এ আইনে সবচে’ অরক্ষিতরা ক্ষতিগ্রস্ত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ওবামাকেয়ার খ্যাত বিলটি বাতিলের আহ্বান জানিয়েছেন যাতে রিপাবলিকানরা একদম শূন্য থেকে শুরু করতে পারে। এ কাজটি সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের করার কথা। তিনি বলেন, অনুশোচনার সঙ্গে বলতে হচ্ছে যে, ব্যর্থতায় ভরা ওবামা কেয়ার বাতিল এবং তাৎক্ষণিকভাবে তা প্রতিস্থাপন সফল হবে না।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল- প্রায় ২ কোটি মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসা ওবামাকেয়ার বিল বাতিল ও প্রতিস্থাপন। ২০১০ সালে পাস হওয়া এ আইনকে সরকারের অনধিকার চর্চা বলে মনে করে রিপাবলিকানরা এবং এতে রোগীদের পছন্দের সুযোগ কম ও প্রিমিয়ামের মাত্রা অনেক বেশি।
রিপাবলিকানদের প্রস্তাবিত বিকল্পে ওবামাকেয়ারের স্বাস্থ্যবীমায় ধনীদের ওপর বাড়তি কর অব্যাহত রেখেছিল। আর পাশাপাশি দরিদ্রদের স্বাস্থ্যসেবায় সূক্ষ্মভাবে বরাদ্দ কমানো হয়। এছাড়া বীমা কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে অনেক জায়গায় ছাড় দেয়ার সুযোগ ছিল আইনটিতে।
এপি/সি