টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ প্রস্তুতে ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করায় হত্যার হুমকি পেলেন আইনজীবী মনজিল মোরসেদ।
বুধবার শাহবাগ থানায় তিনি এ বিষয়ে ৫ জন হুমকিদাতার নাম উল্লেখ করে একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
এছাড়া হুমকি পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরের আনেন মনজিল মোরসেদ।
পরে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার জড়িতদের আদালতে হাজির করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মনজিল মোরসেদ বলেন, টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ প্রস্তুতে ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করেছি।
গেলো ৩ এপ্রিল হাইকোর্ট টেকেনো ড্রাগসের জিএমপি সক্ষমতা নির্ধারণের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ ৫ সদস্যের কমিটি করে দেন। পরবর্তীতে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়া চার সদস্যের কমিটি গঠন করে টেকনো ড্রাগসের পক্ষে রিপোর্ট দিলে তা আদালতে চ্যালেঞ্জ করি। বুধবার এ বিষয়ে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আদালত কক্ষ থেকে বের হওয়ার পর বেশ কয়েকজন হুমকি ও গালিগালাজ করেন। এ ঘটনায় আমি ভীষণভাবে নিরপাত্তাহীনতা অনুভব করছি। ওই কোম্পানির লোকজন যে কোনো সময় আমার এবং আমার পরিবারের লোকজনের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে জানমালের ক্ষতি করতে পারে। এ ঘটনায় আমি জিডি করেছি এবং বিষয়টি আদালতে নজরে এনেছি।
এমসি/জেএইচ