ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মিসরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৭

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ , ০৬:৩৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলেছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খরগা মহাসড়কে বুধবার এই দুর্ঘটনা ঘটে। প্রদেশের সঙ্গে লিবিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ২৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে, আসুইত-খরগা মহাসড়কে কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

সূত্র: রয়টার্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |