ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভারতে ট্যুরিস্ট বাস খাদে পড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ অক্টোবর ২০২৩ , ১০:১৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন।  

বিজ্ঞাপন

পুলিশ ধারণা করছে, নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানান তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |