ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘গাজায় ৪ হাজার বছরের সংস্কৃতি ধ্বংস করেছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ জানুয়ারি ২০২৪ , ১২:৪৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজার বছর পুরনো সংস্কৃতি ধ্বংস করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে এসব সংস্কৃতি স্থাপনা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ফরাসি ইতিহাসবিদ জাঁ-পিয়ের ফিলিউ

বিজ্ঞাপন

শনিবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানায়, গাজার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি তুলে ধরে জাঁ-পিয়ের ফিলিউ বলেন, গাজার ইতিহাস খুবই সমৃদ্ধ আফ্রিকা এশিয়ার সঙ্গে গাজার চার হাজার বছরের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তার সব চিহ্নই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী

বিজ্ঞাপন

ফরাসি ইতিহাসবিদ জাঁ-পিয়ের ফিলিউয়ের বলেন, গাজায় শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ হয়েছে কিন্তু বর্তমান ইসরায়েলি আগ্রাসনের মতো নয় আগ্রাসনে গাজার ভিটে-মাটি হাজার বছরের ইতিহাস ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল

গাজার ইতিহাস, সংস্কৃতি স্থাপত্য ধ্বংসের নমুনা তুলে ধরে ইতিহাসবিদ জাঁ-পিয়ের ফিলিউ বলেন, গাজার ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ, গির্জা জাদুঘর ধ্বংস করেছে ইসরায়েল চোখের সামনে থেকে মানবতার স্মৃতি মুছে ফেলছে দখলদার ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনী, গাজার বৃহত্তম প্রাচীনতম ওমরি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি আগ্রাসনে প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদটি এখন ধ্বংসস্তূপ

বিজ্ঞাপন

দুই হাজার বছরের পুরনো সেন্ট পরফিরাস চার্চ ধ্বংস করেছে ইসরায়েলিরা পঞ্চম শতাব্দীতে তৈরি চার্চে শত শত খ্রিষ্টান ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান ধ্বংস হয়ে গেছে জাদুঘর কাসার আল বাশা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |