ঢাকাWednesday, 16 July 2025, 1 Shrabon 1432

হিমায়িত ফেনসিডিল উদ্ধার, যা বলল পুলিশ

আরটিভি নিউজ

রোববার, ০৭ এপ্রিল ২০২৪ , ০৭:২৩ পিএম


loading/img
ছবি : প্রতিকী

রাজবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীর ফ্রিজের ভেতর থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (৭ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ওই নারীর নাম সেলিনা বেগম (৩০)। তার স্বামীর নাম বাচ্চু শেখ। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায়। সেলিনার স্বামী বাচ্চু শেখ প্রবাসী।

পুলিশ জানায়, সেলিনা রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের পদ্মা আবাসিক এলাকায় সালমা আক্তারের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল।

বিজ্ঞাপন

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সেলিনার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ঘরে থাকা ফ্রিজের ভেতর থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিপফ্রিজে এসব ফেনসিডিল লুকিয়ে রাখা হয়ে ছিল।

উদ্ধার করা ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৮৮ হাজার টাকা বলে জানান রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |