ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০৭:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফটিকছড়ির ভূজপুরে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ইছমু আক্তার (৩৫)। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল। 

বিজ্ঞাপন

সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইছমু আক্তার ভূজপুরের পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো. ফোরকানের স্ত্রী।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় সেদিন মারা যান ফটিকছড়ির বাবুনগর মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. শাকিল (২০)।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি জানান, ফটিকছড়ির ভূজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ইছমু আক্তার নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে তার মৃত্যু হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |