শেরপুরের নালিতাবাড়ীতে ডোবার পানিতে ডুবে খাদিজা আক্তার নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৮ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। খাদিজা উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের বাবুল মিয়ার কন্যা।
খাদিজার বাবা বাবুল মিয়া জানান, সোমবার বিকেলে খাদিজা তাদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে খাদিজার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে শিশু খাদিজা মৃত্যুর কোলে ঢলে পড়ে।