ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ০৩:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দৃশ্যটা হয়তো অন্যরকমও হতে পারত। আল-হিলালের জার্সি গায়ে গোল উৎসবে মাঠজুড়ে ছুটছেন ব্রাজিলিয়ান ড্রিবলিং স্পেশালিস্ট নেইমার জুনিয়র। এবার ইনজুরির কারণে গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেন নেইমার। তবে ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ এপ্রিল) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল-ইত্তিহাদের মুখোমুখি হয় আল-হিলাল। শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ব্লু ওয়েভ। ম্যাচের পঞ্চম মিনিটে নিজেদের শক্তির জানান দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। আল-ইত্তিহাদের জাল খুঁজে নিয়ে হিলালকে প্রথম লিড এনে দেন তিনি। 

তবে ম্যাচের ২১তম মিনিটে সমতায় ফেরে আল-ইত্তিহাদ। আবদেররাজ্জাক হামাদাল্লাহ গোল করে সমতায় ফেরান সৌদি প্রো লিগে তালিকায় চারে থাকা দলটিতে।

বিজ্ঞাপন

ম্যাচের ৪৪তম মিনিটে আবারও এগিয়ে যায় আল-হিলাল। সালেম আল দাওসারি গোলে লিড পায় আল হিলাল। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াদের ক্লাবটি।

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ম্যালকম। আর যোগ করা সময়ে গোল করে ইত্তিহাদের কফিনে শেষ পেরেক ঠোকেন আল দাওসারি। 

বিজ্ঞাপন

আর তার গোলেই ৪-১ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে আল-হিলাল। এই ম্যাচ জয়ের ফলে আল হিলালের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |