ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ০৩:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দৃশ্যটা হয়তো অন্যরকমও হতে পারত। আল-হিলালের জার্সি গায়ে গোল উৎসবে মাঠজুড়ে ছুটছেন ব্রাজিলিয়ান ড্রিবলিং স্পেশালিস্ট নেইমার জুনিয়র। এবার ইনজুরির কারণে গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেন নেইমার। তবে ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ এপ্রিল) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল-ইত্তিহাদের মুখোমুখি হয় আল-হিলাল। শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ব্লু ওয়েভ। ম্যাচের পঞ্চম মিনিটে নিজেদের শক্তির জানান দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। আল-ইত্তিহাদের জাল খুঁজে নিয়ে হিলালকে প্রথম লিড এনে দেন তিনি। 

তবে ম্যাচের ২১তম মিনিটে সমতায় ফেরে আল-ইত্তিহাদ। আবদেররাজ্জাক হামাদাল্লাহ গোল করে সমতায় ফেরান সৌদি প্রো লিগে তালিকায় চারে থাকা দলটিতে।

বিজ্ঞাপন

ম্যাচের ৪৪তম মিনিটে আবারও এগিয়ে যায় আল-হিলাল। সালেম আল দাওসারি গোলে লিড পায় আল হিলাল। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াদের ক্লাবটি।

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ম্যালকম। আর যোগ করা সময়ে গোল করে ইত্তিহাদের কফিনে শেষ পেরেক ঠোকেন আল দাওসারি। 

আর তার গোলেই ৪-১ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে আল-হিলাল। এই ম্যাচ জয়ের ফলে আল হিলালের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |