ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত

ডয়েচে ভেলে

শনিবার, ০২ নভেম্বর ২০২৪ , ০৯:৩৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় আরও অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ইসরায়েলি হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

মধ্য গাজার নুসিরাত ক্যাম্পের দুইটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্যাম্পের আল-আওদা হাসপাতালের চিকিৎসকেরা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে একজন প্যারামেডিক এবং দুইজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েল জানুয়ারিতে বলেছিল উত্তর গাজায় তারা হামাসের কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে। অথচ এই উত্তর গাজা এখনও ইসরায়েলের হামলার প্রধান কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

হামাস আবার সংগঠিত হয়েছে দাবি করে অক্টোবরের শুরুতে জাবালিয়া, বাইত হানুন এবং বাইত লাহিয়া ট্যাংক পাঠায় ইসরায়েল। বাইত লাহিয়াতে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ইদ সাব্বাহ রয়টার্সকে জানিয়েছেন, হাসপাতালের তৃতীয় তলায় হামলায় কিছু কর্মী সামান্য দগ্ধ হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, অভিযানে প্রায় ১০০ জন সন্দেহভাজন হামাস সদস্যকে তারা আটক করেছিল। ইসরায়েলি ট্যাংক এখনও হাসপাতালটির কাছাকাছি অবস্থান করছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |