ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রাইট টু ফ্রিডমের নতুন নির্বাহী পরিচালক জন ড্যানিলয়েচ 

আরটিভি নিউজ

রোববার, ১৭ নভেম্বর ২০২৪ , ১২:৫৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক অন্যতম মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে সংস্থাটির বোর্ড মেম্বার জন ড্যানিলয়েচকে মনোনীত করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৬ নভেম্বর) সংস্থাটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারী যোগ দেওয়ায় এখন থেকে সেই পদে দায়িত্ব পালন করবেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলয়েচ। 

বিজ্ঞাপন

বিবৃতিতে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন, মুশফিকুল ফজল আনসারী দীর্ঘ পাঁচ বছর প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক হিসেবে রাইট টু ফ্রিডমে কাজ করেছেন। এই সংস্থার প্রতি তার অবদান অনন্য। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে তিনি নিয়োগ পেয়ে রাইট টু ফ্রিডম থেকে পদত্যাগ করেছেন। 

বিবৃতিতে উইলিয়াম বি মাইলাম আরও বলেন, আমাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বোর্ড মেম্বার জন ড্যানিলয়েচকে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জন যুক্তরাষ্ট্রের একজন সফল কূটনীতিক। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ডেপুটি চিফ অব মিশন হিসেবে কাজ করেছেন। আশা করি, তার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে রাইট টু ফ্রিডম। 

বিবৃতিতে উল্লেখ করেন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |