• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেবে না ট্রাম্প প্রশাসন!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৪০
যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেবে না ট্রাম্প প্রশাসন!
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে এখন থেকে তৃতীয় লিঙ্গের পরিচয় বহনকারী কাউকে স্বীকৃতি দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় এ ইঙ্গিত দেন তিনি।

কথা বলার এক পর্যায়ে ট্রান্সজেন্ডার প্রসঙ্গটি এলে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজকে, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যে এখানে (যুক্তরাষ্ট্রে) শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন— নারী ও পুরুষ।

অর্থাৎ, যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেবে নতুন ট্রাম্প প্রশাসন।

২০২২ সালে মার্কিনিদের পাসপোর্টে ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে ‘এক্স’ লেখার সুযোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এবার তার নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দিলে; এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এমনটা ঘটলে ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে, সেগুলোতেও অর্থায়ন বন্ধ হয়ে যাবে।

গত বছরই নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প জানিয়ে রেখেছিলেন, নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন তিনি। যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন।

আরটিভি/এসএইচএম


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
দায়িত্ব নিয়েই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ট্রাম্পকে আলোচনার প্রস্তাব পুতিনের