তুরস্কের এস্কিশেহির প্রদেশে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। শনিবার বাসটি রাজধানী আঙ্কারা থেকে পশ্চিমাঞ্চলীয় শহর বুশরা যাবার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রদেশটির সরকার।
কারতাল্লার গেজি ফার্মের মালিকানাধীন পর্যটকবাহী বাসটি এস্কিশেহির-বুরশা মহাসড়কের পাশের একাধিক গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়।
কয়েকটি প্রতিবেদনে ১৩ নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এস্কিশেহিরের গভর্নর ওজদিমীর সাকাসাক জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: মারা গেলেন কিংবদন্তী শেফ পল বকুজ
--------------------------------------------------------
তিনি গণমাধ্যমকে জানান, আহতদের তিনটি আলাদা হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমাদের নাগরিকদের যারা মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন। আর যারা আহত হয়েছেন, তাদেরকে দ্রুতই সুস্থ করে দিন।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বাসচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাসচালক জানিয়েছেন যে সামনে একটি কুকুর আছে মনে করে তিনি দিক পরিবর্তন করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
কে/পি