ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গুলি করে হত্যা

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮ , ১১:৪৭ এএম


loading/img

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আসমা রানি নামের এক মেডিকেল শিক্ষার্থীকে হত্যা করেছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের কোহাটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, শনিবার এমবিবিএস তৃতীয়বর্ষের শিক্ষার্থী আসমাকে গুলি করে হত্যা করেছেন মুজাহিদুল্লাহ আফ্রিদি নামের ওই ব্যক্তি।

আসমা তার ভাবির সঙ্গে রিকশা থেকে নামার পর তাকে তিনবার গুলি করে মুজাহিদ। হামলার পরপরই আসমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রোববার সন্ধ্যায় মারা যান আসমা।

বিজ্ঞাপন

আসমার পরিবার জানিয়েছে, সে অ্যাবোটাবাদের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। ছুটি কাটাতে কোহাট এসেছিল। মুজাহিদ এর আগেও বেশ কয়েকবার আসমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে প্রত্যেকবারই মুজাহিদ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আসমা।

এদিকে মৃত্যুর আগে হাসপাতালে আসমা জানিয়েছিলেন, মুজাহিদই তাকে গুলি করেছেন। এরপর পুলিশ মুজাহিদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আমেরিকায় গুলিবর্ষণের ঘটনায় নিহত ৪
--------------------------------------------------------

বিজ্ঞাপন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যাকাণ্ডের ঘটনা দেশটিতে এবারই প্রথম নয়। এর আগে গেলো বছরের জুনে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলশিক্ষিকাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

প্রতিবেশী দেশ ভারতেও প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। গেলো বছরের নভেম্বরে ২২ বছরের এক তরুণীকে পুড়িয়ে হত্যা করে এক যুবক। আরেক ঘটনায় হায়দরাবাদে সাবেক নারী সহকর্মীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে কার্তিক নামের এক যুবক। দুটো ঘটনাই ঘটেছিল বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়।

আরও পড়ুন: 

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |