ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:১৯ পিএম


loading/img

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। যে যেভাবে পারছে, সর্বাত্মক চেষ্টা করছে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তারই অংশ হিসেবে এবার ইসরায়েলের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে। হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর আল জাজিরার।

এদিকে ইরানের ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত মেরন বিমানঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অন্যতম ছিল। তবে এই বিমানঘাঁটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর কারণ, যুদ্ধকালীন সময়ে ইসরায়েলে সামরিক ‘সেন্সরশিপ’ চলমান রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না।

এর আগে, ইসরায়েলের হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় বাসে আগুন লেগে যায়। 

ইরানি মিডিয়ার তথ্যমতে, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ওই হামলাটি চালিয়েছিল তেহরান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরাও নিহত হন।

বিজ্ঞাপন

এই ঘটনার জবাবে ইরান টানা ছয় দিন ধরে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |