ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত’ নিয়ে ট্রাম্পের বক্তব্য নাকচ করল ইরান

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১১:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান- ট্রাম্পের এমন বক্তব্য তারা নাকচ করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি দুই সপ্তাহ আগে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাতো তাহলে এত মৃত্যু ও ধ্বংস হতো না। কিন্তু এখন ইরান হোয়াইট হাউজে এসে আলোচনা করতে চাইছে।

ট্রাম্পের এ দাবি মিথ্যা বলে জানিয়েছে ইরান। এ ছাড়া ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে ওমানে আলোচনাকারীদের পাঠিয়েছে বলেও একটি খবর ছড়িয়েছে। এই খবরটিও মিথ্যা বলে জানিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৭ জুন) ট্রাম্প বলেন, আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু ‘আপাতত’ তার ক্ষতি করতে চায় না। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের দিকে ইঙ্গিত করে ইরান বলেছে, তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো, ইরানের সর্বোচ্চ নেতাকে ‘উৎখাতের’ বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি।

পোস্টটিতে আরও বলা হয়েছে, ইরান ‘জোর করে চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না। তেহরান যে কোনো হুমকির জবাবে পাল্টা হুমকি দেবে এবং যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |