ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হঠাৎ কেন ‘ডিগবাজি’ দিলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০১:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অবস্থান কীভাবে বদলালো?,বাহমান কালবাসি, বিবিসি পার্সিয়ান, নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পাল্টে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

তিনি ট্রাম্পকে যুদ্ধের পক্ষে রাজি করাতে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের প্রথম রাতের হামলা সফল হওয়ায় অর্থাৎ যে হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন, তা ট্রাম্পকে মুগ্ধ করে এবং তাকে যুদ্ধের কার্যকারিতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী করে তোলে।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় ট্রাম্প নিজেও বলেন, প্রথম দিনের আঘাতে তারা (ইরানিরা) সত্যিই বিপর্যস্ত হয়ে পড়েছে… এই সংঘাতের এক পক্ষ ভেঙে পড়েছে।

নেতানিয়াহুর পরিকল্পনা যে কার্যকর হতে পারে, এই বিশ্বাস ট্রাম্পকে যুদ্ধপন্থী শিবিরের দিকে আরও টেনে নিতে পারে। তবে তার এই অবস্থান স্থায়ী হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্প তার বিবৃতির পর পাঁচ ছয় মিনিটের বক্তব্যে বারবার বলেন, এখন আর আলোচনার সময় নেই। ইরান আমাদের প্রস্তাব মেনে নিলে ভালো হতো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবুও তিনি সরাসরি আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি। বলেন, আমরা হয়তো এগোবো, হয়তো কিছুই করবো না, এবং সিদ্ধান্ত ‘শেষ মুহূর্তেই’ নেওয়া হবে। কারণ, যুদ্ধের ক্ষেত্রে শেষ পর্যন্ত সবকিছু বদলে যেতে পারে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |